ফরিদপুর-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী । আজ বুধবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন ।
এসময় নিক্সন চৌধুরীর সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমানসহ ৩ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মজিবুর রহমান চৌধুরী নিক্সন পরপর দুবার ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবারেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।