গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের উপর হামলার তীব্র প্রতিবাদ
ও ভিসির পদত্যাগের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন করেছে জেলার সাধারণ শিক্ষার্থীরা।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেন। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল
মহাসড়কের টেকেরহাট পপুলার হাই স্কুল এন্ড কলেজের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী
পালন করে। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনের আহ্বায়ক সর. রাজেন্দ্র কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র জোবায়ের শেখ বলেন, গোপালগঞ্জ জেলা বঙ্গবন্ধুর
পুণ্যভূমি এবং বঙ্গবন্ধুর নামেই আমাদের বিশ্ববিদ্যালয় । সে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একজন কুরুচিপূর্ণ, অর্থলোভী ভিসি তা গোপালগঞ্জসহ সারাদেশের সাধারণ
শিক্ষার্থীদের জন্য লজ্জাকর। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্বতা পোষণ
করেছে গোপালগঞ্জ জেলার সাধারণ শিক্ষার্থীরা এবং ভিসির পদত্যাগের মাধ্যমে গোপালগঞ্জের
মাটিকে কলঙ্কমুক্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানাচ্ছি।
মুকসুদপুর ছাত্রলীগ নেতা আল-আমিন বলেন,
বশেমুরবিপ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তা খুবই দুঃখজনক
। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । দ্রুত তদন্তের মাধ্যমে এ হামলাকারীদের
খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের
ছাত্রী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিস্কার ও আন্দোলনের মুখে বহিস্কারাদেশ তুলে নিলেও ভিসির
পদত্যাগের দাবীতে বিরতিহীন অন্দোলন
করে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে গত শনিবার বহিরাগতদের হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়।