বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ( বাগডিসি) এর ২০১৯ এর বার্ষিক বনভোজন আগামী ২৭ শে জুলাই ভার্জিনিয়ার ফেয়ারফেক্সের বার্ক লেক পার্কের শেল্টার-সি তে অনুষ্ঠিত হবে। আজ সংগঠনটির কালচারাল সেক্রেটারি হাসনাথ সানি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিবারের মতো এবারও আমাদের বনভোজনের আয়োজনে নানান বৈচিত্র্য থাকবে । এতে শিশু, মহিলা ও পুরুষদের জন্য বিশেষ আয়োজন থাকছে ।অথিতিদের জন্য স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে ।
তিনি কমিউনিটির সকলের কাছে এব্যাপারে সহযোগিতা কামনা করেন।