সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন অফিস ও স্থানীয় বেসরকারী সংস্থাসমুহের আয়োজনে আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় হাসপাতাল চত্বরে ফিরে যায়। পরে সেখানে ডাঃ নূরুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ এসএম জাকির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, সুস্থ্য থাকার প্রথম শর্ত হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহন। শুধু মূল্যবান খাবার হলেই সে খাদ্য নিরাপদ ও পুষ্টিকর হবে তা নয়। শাক-সব্জি, ডাল সহ কম মূল্যের খাবার হলেও যদি তা নিরাপদ হয় তবে সে খাদ্য খেয়েও সুস্থ্য থাকা সম্ভব। বক্তারা সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনগনকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।