গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আজ মঙ্গলবার শেখ কামাল ক্রিকেট ষ্টেডিয়ামে ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলায় গোপালগঞ্জ রয়েল টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ৩৬ রানে ফরিদপুর পুলিশ লাইনস হাই স্কুলকে পরাজিত করেছে। গোপালগঞ্জ রয়েল টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করেতে নেমে ২৮.১ ওভারে ১৮১ রানে অল আউট হয়। জবাবে ১৮২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৮.৩ ওভারে ১৪৫ রানে অল আউট হয় ফরিদপুর পুলিশ লাইনস হাই স্কুল।
উল্লেখ্য, ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ঢাকা বিভাগীয় পর্যায়ের খেলায় গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলা অংশগ্রহন করছে।
|