Untitled Document
Untitled Document
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষ্যে করনীয় সভা
প্রকাশ: 2019-07-10     ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,গোপালগঞ্জ ঢাকা বিভাগ

গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী পালন উপলক্ষ্যে করনীয় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২০ সালে জেলার সকল সরকারী ও বেসরকারী দপ্তরের পক্ষ থেকে বছর ব্যাপী নানা কর্মসূচী গ্রহনের জন্য তাগিদ দেওয়া হয়। পরবর্তীতে জেলার সকল সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মসূচী একত্রীকরন করে ২০২০ সাল জাতির জনকের জন্ম শত-বার্ষিকী হিসেবে পালন করা হবে।

জন্ম শত-বার্ষিকী পালন উপলক্ষ্যে করনীয় সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে