গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিস্টান সেভেনথ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ৫১ জন পরীক্ষার্থী আজ রাতে (২ ফেব্রুয়ারি) পরীক্ষা দিচ্ছে। এরা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় ওই সম্প্রদায়ের লেখা নিষেধ। তাই ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নেয়া হবে। ২০১৯ সালের এসএসসি পরীক্ষার মধ্যে ৪টি শনিবার এসব পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেবে।
এছাড়া অন্যদিন গুলোতে পরীক্ষার সময়ে সাধারণ নিয়মে সকাল ১০টায় পরীক্ষা দেবে ওই ৫১ জন পরীক্ষার্থী।
অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের ওই পরীক্ষার্থীরা জানায়, ধর্মীয় বিধান অনুসারে শনিবার দিনের বেলায় তাদের কোনো কিছু লেখা নিষেধ। তাই বোর্ডের অনুমতিক্রমে চারটি শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়ে তারা খুশি।
জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নির্মল কুমার সাহা বলেন,