মাদারীপুর জেলার সরকারি রাজৈর ডিগ্রি মহাবিদালয়ের ২০১৯ সালের এইচএসসি বিদায়ী পরীক্ষার্থীদের আয়োজনে বিদায় বেলা র্যাগ ডে উৎযাপন করে শিক্ষার্থীরা আজ শবিবার সারাদিন।র্যাগ ডে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী শাহিন চৌধুরী। এ আরো উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা। র্যাগ-ডে অনুষ্ঠানে এইচএম আজিজুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সরকারী রাজৈর ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমএ জলিল,সাধারন ইতিহাস বিভাগের প্রভাষক কামরুন নাহার প্রমুখ। র্যাগ-ডে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে ভিন্নভাবে বিদায় জানালেন কলেজকে।এ সময় তারা নাচ,গান ও রং খেলায় মেতে উঠে।