|
 |
প্রকাশ: |
2017-10-26 |
|
|
 |
|
 |
বরিশাল বিভাগ |
|
|
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জে ট্রাক চালক ও সহকারীদের সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। তিনি এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন।
বৃহস্পতিবার দুপুরে কুটুম বাড়ি কমিউনিটি সেন্টারে পুলিশ প্রশাসনের উদ্যোগে ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক ট্রাক চালক ও সহকারী অংশ নেয়। এসময় পুলিশ সুপার বলেন, চালক ও সহকারীদের দক্ষ ও সচেতন হতে হবে, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে, দ্রুত গতিতে গাড়ি চালানো ও প্রতিযোগীতা করে ওভারটেক করা যাবে না। ক্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চালাবেন না, চোঁখে ঘুম রেখে গাড়ি চালাবেন না। চালকদের অসচেতনতাই দুর্ঘটনার বড় কারণ। এছাড়া তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন চালক ও সহকারীদের। পরে সচেতনতার জন্য দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার কিছু ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় সদর থানার ওসি সেলিম রেজা, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, জিয়া উদ্দিন হায়দার, মোখলেসছুর রহমান ও ট্রাফিক সার্জেন্ট মো. মকুল হোসেন ও মো. কামরুল ইসলাম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুম শেখ, সাধারণ সম্পাদক মো. ওমর আলী মোল্লা, কার্যকারী সভাপতি মো. আল-আমীন উপস্থিত ছিলেন।
|
|
|